বাড়িতে গাঁজার চাষ, জামাই-শ্বশুর কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ১৮ এপ্রিল ২০২১

রাজশাহীতে গাঁজার গাছসহ জামাই-শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ এপ্রিল) বিকেলে নগরীর ছোটবনগ্রাম পূর্বপাড়া থেকে তাদের গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তারা হলেন মিজানুর হোসেন (৪৭) ও তার জামাতা আমজাদ হোসেন (২৫)।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিজানুর হোসেনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় বাড়িতে একটি গাঁজার গাছ পাওয়া যায়। বাড়ি থেকে জামাই-শ্বশুরকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, জামাতা আমজাদের বাড়ি নওগাঁর নিয়ামতপুর গ্রামের শাহাপুর গ্রামে। রাজশাহীতে তিনি শ্বশুরবাড়িতে থাকতেন। তাদের দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রোববার (১৮ এপ্রিল) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ফয়সাল আহমেদ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।