কাদের মির্জাকে সপরিবারে হত্যার হুমকি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৮:১০ এএম, ১৮ এপ্রিল ২০২১

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে সপরিবারে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে কাদের মির্জা বাদী হয়ে থানায় সাধারণ ডায়রি (নং-৮১১) করেছেন।

শনিবার (১৭ এপ্রিল) রাত ৮টা ৫ মিনিটে কাদের মির্জার মুঠোফোনে অজ্ঞাত ব্যক্তি এই হুমকি দিয়েছেন বলে মেয়র আবদুল কাদের মির্জা নিজেই নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একটি বিদেশি নম্বর থেকে আমার মুঠোফোনে কল আসে। ফোন রিসিভ করে হ্যালো বলতেই ফোনের ওপাশ থেকে বলা হয়, আমি ও ছেলে তাশিক মির্জাসহ আমাদেরকে সপরিবারে হত্যা করা হবে। এরপর আমি আর কোনো কথা না বলে সংযোগটি কেটে দিই। বিষয়টি থানাকে লিখিতভাবে জানানো হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করে রাত ১১টার দিকে জানান, হত্যার হুমকির বিষয়টিতে লিখিতভাবে অভিযোগ পেয়েছি। সাধারণ ডায়রিভুক্ত করে এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।