বেঁচে গেলেন দম্পতি, মারা গেল শিশুসন্তান
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে চিরকুটে আত্মহত্যার কথা উল্লেখ করে এক দম্পতি তাদের শিশুকন্যাসহ বিষপান করেছে। এ ঘটনায় দম্পতি বেঁচে গেলেও মারা যায় শিশুটি (৫)।
শুক্রবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার কদমপুর উমরাডাঙ্গী পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
শনিবার (১৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন রানীশংকৈল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ ইকবাল।
বর্তমানে ওই দম্পতি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন কদমপুর উমরাডাঙ্গী পূর্বপাড়া গ্রামের আজিম উদ্দীনের ছেলে ইয়াসিন আলী ও তার স্ত্রী শিমু।
ওসি জাহিদ ইকবাল জানান, ‘পারিবারিক কলহের জেরে ওই দম্পতি নিজেরাসহ কন্যাসন্তানকে নিয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। বিষ খাওয়ার ঘটনা বুঝতে পেরে পরিবারের অন্য সদস্যরা তাদের রানীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।’
‘পরে সেখান থেকে তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রেফার করা হয়। পথে শিশুটি মারা যায়। পরে দম্পতিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে ওই দম্পতি সুস্থ আছে’ বলেন তিনি।
ওসি আরও জানান, আত্মহত্যাচেষ্টার আগে দম্পতি তাদের ঘরে একটি চিরকুট রেখে যায়। সেখানে লিখা ছিল ‘আমরা আর বাঁচতে চাই না।’ ইতোমধ্যে কন্যাশিশুর লাশের ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে।
তানভীর হাসান তানু/এএইচ