চলন্ত ট্রাক থেকে মরিচের বস্তা চুরি, গ্রেফতার ৩
ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়ায় চলন্ত ট্রাক থেকে মরিচের বস্তা চুরি করার সময় হাতে নাতে একটি পিকআপ গাড়িসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ।
শনিবার (১৭ এপ্রিল) ভোরে মহাসড়কের মাইপাড়া লোহার ব্রিজ এলাকা থেকে তিন বস্তা শুকনো মরিচ ও একটি পিকআপসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- বাঘা উপজেলার সদর এলাকার মৃত ঈমান আলীর ছেলে জিনারুল ইসলাম (৪২), চারঘাট উপজেলার ঝিকড়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে শাকিল (২১) ও পুঠিয়া উপজেলার ভাংড়া গ্রামের মনোয়ার হোসেনের ছেলে শান্ত ইসলাম (২৭)।
বিষয়টি নিশ্চিত করে পবা হাইওয়ে (শিবপুরহাট) থানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, এই চোর চক্রটি মহাসড়কে চলতি মাল বোঝাই ট্রাকে উঠে পড়ে। এরপর ফাকা স্থানে ট্রাক থেকে মালামালের বস্তা সড়কে ফেলে দেয়। আর পেছন থাকা চক্রের লোকজন তাদের গাড়িতে ওই মালামাল উঠিয়ে নেয়। পরবর্তীতে ট্রাকের পাশাপাশি পিকআপ ভিড়িয়ে কিংবা গাড়ি কোথাও হালকা স্লো হলেই তারা গায়েব হয়ে যায়।
তিনি আরও জানান, গতরাতে ওই চক্রের সদস্যরা বেকায়দায় পড়ে যায়। একটি ট্রাক থেকে দু’বস্তা মরিচ নামিয়ে নেয়ার সময় তারা হাতেনাতে ধরা পড়ে। এসময় একটি পিকআপসহ তিনজনকে আটক করা হয়েছে।
ওসি জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগে গত বছর আগস্ট মাসে একই কায়দায় গাড়ি থেকে সাত বস্তা শুকনা মরিচ চুরি করার সময় ওই চক্রের দুজনকে আটক করা হয়েছিল।
ফয়সাল আহমেদ/এসজে/এএসএম