ফিল্মি স্টাইলে মহড়া দিতে গিয়ে গণধোলাইয়ের শিকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৭:২৮ পিএম, ১৭ এপ্রিল ২০২১

বগুড়ায় মোটরসাইকেল নিয়ে ফিল্মি স্টাইলে মহড়া দিতে গিয়ে গ্রামবাসীর গণধোলাইয়ের শিকার হয়েছে একদল যুবক। এতে আহত হয়েছে অন্তত সাতজন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় দুইজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৬ এপ্রিল) রাতে গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের ইটালী গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, শাজাহানপুর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক রিপন, মৎস্যজীবি লীগ নেতা সাহাবুল ইসলাম, মিঠু মিয়া, খোকন মিয়া, যুবদল নেতা লিটন মিয়া, তরিকুল ইসলাম ও ইব্রাহীম হোসেন।

গ্রামবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ইটালী গ্রামে এসকেভেটর দিয়ে গভীর গর্ত করে কৃষি জমি থেকে মাটি কাটছিল একদল মাটিদস্যু। মাটিবোঝাই ট্রাক যাতায়াতের ফলে রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট নষ্ট হয়ে গেছে। একমাস ধরে নিষেধ করার পরও মাটিদস্যুরা কাজ বন্ধ না করায় গ্রামবাসী ট্রাক যাতায়াত বন্ধ করতে রাস্তার মাঝে খুঁটি পুঁতে রাখেন।

এমতাবস্থায় শুক্রবার রাতে মাটিদস্যুরা ৮-১০টি মটরসাইকেল নিয়ে মহড়া দেয়। খবর পেয়ে গ্রামবাসীরা লাঠিসোটা নিয়ে মাটি দস্যুদের উপর হামলা করে।

বাগবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল খালেক জানান, তিনটি মোটরসাইকেল পুলিশ ফাঁড়ির হেফাজতে রয়েছে। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।

এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।