ডিসেম্বরের মধ্যে টঙ্গী-ভৈরব ডাবল লাইন উদ্বোধন


প্রকাশিত: ১২:৫৩ পিএম, ২৭ নভেম্বর ২০১৫

শুক্রবার সকালে টঙ্গী-ভৈরব ডাবল লাইন প্রকল্পে পরীক্ষামূলকভাবে ট্রেন চালান রেলওয়ে বিভাগ। এখন শুধু প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষা। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে উদ্বোধনের কথা রয়েছে বলে জানান বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) মো. মকবুল আহমেদ।

Bourabএ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- টঙ্গী-ভৈরব ডাবল লাইন প্রকল্প পরিচালক সাগরকৃষ্ণ চক্রবর্তী, প্রধান প্রকৌশলী সুকুমার ভৌমিক, অতিরিক্ত প্রধান প্রকৌশলি নাজনিন আরা কেয়া, প্রধান মেকানিকেল প্রকৌশলী হারুনুর রশিদসহ রেলওয়ে ও ঠিকাদার প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ।

এ প্রকল্পের মূল ঠিকাদার চীনের সিআরএসসি ও সাব-কন্ট্রাকটর কোরিয়ার এলএসআইএস এবং দেশি সংস্থা ম্যাক্স ও তমা কনসোর্টিয়াম যৌথভাবে কাজটি করেন। ঢাকা-চট্টগ্রাম পর্যন্ত ডাবল লাইনের অংশ হিসেবে টঙ্গী থেকে ভৈরব বাজার পর্যন্ত প্রকল্পটির ৬৪ কিলোমিটার রেললাইনের (লুপ লাইনসহ ৮৪ কিলোমিটার) কাজ শুরু হয়েছে ২০১১ সালের ২ নভেম্বর।

আসাদুজামান ফারুক/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।