পিকআপে করে ঘরে ফেরার পথে প্রাণ গেল দুই শ্রমিকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৯:৫৮ এএম, ১৭ এপ্রিল ২০২১
ফাইল ছবি

সাতক্ষীরায় দুই পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই ভাটা শ্রমিক নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে তিনটার দিকে তালা উপজেলাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের সুভাষিনি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার জাফরপুর গ্রামের আবু বাক্কারের ছেলে মুন্না (২৫) ও একই এলাকার মৃত বসার গাজীর জামাতা শফিকুল ইসলাম (৩৪)।

জানা যায়, একটি পিকআপে করে ২০-২২ জন ইটভাটা শ্রমিক শরিয়তপুর এলাকার ইটভাটা থেকে কাজ শেষে গ্রামের বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জে ফিরছিলেন। পথিমধ্যে ভোর সাড়ে ৩টার দিকে তালা উপজেলাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের সুভাষিনি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ইটভাটা শ্রমিকদের বহনকারী পিকআপটি রাস্তার ওপর উল্টে যায়। এ সময় মুন্না ও শফিকুল ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত হন আরও কমপক্ষে ১০ জন। আহত ১০ জনকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে পরে তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাইওয়ে পুলিশ পরিদর্শক নাসির উদ্দিন মজুদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহসানুর রহমান রাজীব/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।