আজও স্বল্প পরিসরেই পালিত হচ্ছে মুজিবনগর দিবস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৮:৫৩ এএম, ১৭ এপ্রিল ২০২১

অডিও শুনুন

আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। স্বাধীনতার পর এবারও দ্বিতীয়বারের মতো স্বল্প পরিসরে পালিত হচ্ছে দিবসটি। মহামারী করোনার কারণে সব আয়োজন বন্ধ রেখে স্বল্প পরিসরে এই দিবসটি পালন করছে জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগ।

শনিবার সকাল ৬টার সময় মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মনসুর আলম খান।

উপস্থিত ছিলেন মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলামসহ আনসার ভিডিপি ও পুলিশ সদস্যরা। পতাকা উত্তোলন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

Mujibnagar-(2).jpg

এছাড়াও সকাল ১০টায় মুজিবনগর দিবস উপলক্ষে মুজিবনগর স্মৃতিসৌধে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন জাতীয় সংসদের হুইপ জয়পুরহাট-১ আসনের এমপি আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেনের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা রয়েছে।

আসিফ ইকবাল/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।