নাটোরে ছাত্র-যুব ঐক্য পরিষদের মানববন্ধন


প্রকাশিত: ১১:৪২ এএম, ২৭ নভেম্বর ২০১৫

ফরিদপুরে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অলোক সেনের ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার নাটোর প্রেসক্লাবের সামনে ছাত্র-যুব ঐক্য পরিষদের ব্যানারে এই মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।

এ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া এ মানবন্ধনে অংশ নেন। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি গৌতম রায়, সাধারণ সম্পাদক বাপ্পী লাহিড়ী প্রমুখ।

বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করতে একটি কুচক্রী মহল প্রতিনিয়ত ব্লগারদের হত্যা করেছে তা নয়। তারা অলোক সেনের মত অন্যান্য স্বাধীনতার স্বপক্ষ মানুষের ওপরও হামলা করে হত্যা ও আহত করে চলেছে। এরই অংশ হিসেবে সিংড়া উপজেলার সাঁওইল গ্রামের মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যা করা হয়েছে। অথচ এসব কোনো হত্যকাণ্ডেরই বিচার হয়নি।

এ ধরণের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে এসব ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

রেজাউল করিম রেজা/একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।