নড়াইলে বিশেষ অভিযানে গ্রেফতার ৪৯


প্রকাশিত: ১০:৫৬ এএম, ২৭ নভেম্বর ২০১৫

নড়াইলে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলা ও অভিযোগে ৪৯ জনকে গ্রেফতার করেছে। শুক্রবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতরা করা হয়। এছাড়া সদর উপজেলার কাগজীপাড়া থেকে পরিত্যক্ত অবস্থায় ১৫টি ককটেল, একটি চাইনিজ কুড়াল ও চার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারদের মধ্যে নড়াইল সদর থানায় ১৯ জন, লোহাগড়া থানায় ১০ জন, কালিয়া থানায় ৯ জন এবং নড়াগাতী থানায় ১০ জন রয়েছে।
এছাড়া লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামের মুনসুর আলীর ছেলে লিপিয়ার মোল্যা (২৮) নামে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে চার মাদক বিক্রেতা ও সেবনকারীকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতিতি স্বাভাবিক রাখতে মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

হাফিজুল নিলু/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।