হবিগঞ্জে ভিজিডির ৬২ বস্তা চালসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৯:৫৩ এএম, ১৬ এপ্রিল ২০২১

হবিগঞ্জের আজমিরীগঞ্জে পাচারকালে ভিজিডির ৬২ বস্তা চালসহ এক যুবককে গ্রেফতার করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মতিউর রহমান খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তাকে গ্রেফতার করে।

পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

গ্রেফতার যুবক জাবের মিয়া (৩০) ওই উপজেলার শিবপাশা গ্রামের অতু মিয়ার ছেলে।

atok

ইউএনও মো. মতিউর রহমান খান বলেন, বৃহস্পতিবার রাত ৮টায় জাবের মিয়া প্রতি বস্তায় ৫০ কেজি করে ভিজিডির চাল অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে পাচার করছিল। গোপন সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত কাকাইলছেও রোড থেকে তাকে গ্রেফতার করে। পরে তাকে পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ অনুসারে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

জব্দকৃত চালের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানান ইউএনও।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।