করোনায় মারা গেছেন হাতিয়ার শিল্পপতি রাতুল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৮:২৮ এএম, ১৬ এপ্রিল ২০২১

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন নোয়াখালীর হাতিয়ার বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও রাজনৈতিক মাহমুদ আলী রাতুল। মৃত্যুকাল তার বয়স হয়েছিল ৬০ বছর।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত ১১টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার ব্যক্তিগত সহকারী আলী হায়দার জিসান এ তথ্য নিশ্চিত করেন।

শুক্রবার (১৬ এপ্রিল) মরহুমের জানাজা বাদ জুমা চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ্ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

মাহমুদ আলী রাতুল নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। এর আগে হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির পদে ছিলেন তিনি। রাতুল চট্টগ্রামের তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান জেএমএস গ্রুপের মালিক।

এর আগে মার্চের শেষ সপ্তাহে চট্টগ্রাম অবস্থানকালে অসুস্থ হয়ে পড়েন তিনি। গত ৩০ মার্চ নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।

এরপর থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাসায় তিনি চিকিৎসা নিচ্ছিলেন। গত ২ এপ্রিল শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হসপিটালে ভর্তি করা হয়। ওইদিনই তাকে হসপিটালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। হাতিয়াবাসী তাকে ‘দ্বীপ মাহাথির’ নামেও ডাকতেন।

এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।