রাজশাহীতে জীবনানন্দ কবিতা মেলা শুরু
`এসো, অফুরন্ত সূর্য আলোর ঈগল` স্লোগান নিয়ে রাজশাহীতে চতুর্থবারের মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী জীবনানন্দ কবিতা মেলা।
কবিকুঞ্জের আয়োজনে শুক্রবার সকালে মহানগরীর শাহ মখদুম কলেজ চত্বরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক।
কবিকুঞ্জের সভাপতি অধ্যাপক রুহুল আমিন প্রামানিকের সভাপতিত্বে মেলায় আরো উপস্থিত ছিলেন, লেখক ও গবেষক অধ্যাপক সণৎ কুমার সাহা, স্থানীয় সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, ভাষা সৈনিক আবুল হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আবদুল খালেক ও ভারতের কবি মৃণাল বসু চৌধুরী।
দুই দিনব্যাপী এই মেলায় কবিকুঞ্জ পদক ও গবেষণা পদক প্রদান করা হবে। দেশি-বিদেশি শতাধিক কবিদের কবিতা পাঠের মধ্যদিয়ে এ মেলা চলবে শনিবার পর্যন্ত।
শাহরিয়ার অনতু/এআরএ/এমএস