দামুড়হুদা সীমান্তে পতাকা বৈঠক


প্রকাশিত: ০৯:৪৬ এএম, ২৭ নভেম্বর ২০১৫

চুয়াডাঙার দামুড়হুদা সীমান্তের ৭৮ নম্বর মেইন পিলারের কাছে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত এ বৈঠক চলে।

বৈঠকে বাংলাদেশের বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার নজরুল ইসলাম এবং ভারতের পক্ষে গেদে বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি সন্দিপ কুমার।

বৈঠকে সীমান্তে নারী-শিশু পাচার, মাদক ও বিভিন্ন চোরাচালানি প্রতিরোধে ব্যাপক আলোচনা হয়।

সালাউদ্দিন কাজল/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।