বগুড়ায় মুয়াজ্জিন নিহতের ঘটনায় মামলা, আটক ২
বগুড়ার শিবগঞ্জে মুয়াজ্জিন নিহতের ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা হয়েছে। এ ঘটনায় মাদরাসার এক ছাত্রসহ সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- জুয়েল (২০) ও আনোয়ারুল ইসলাম (৫৫)। তাদের মধ্যে জুয়েলের বাড়ি হরিপুরে। তিনি ঘটনাস্থলের কাছে অবস্থিত আলাদিপুর মাদরাসার শিক্ষার্থী। আর আনোয়ারুলের বাড়ি সৈয়দ দামগাড়া গ্রামে।
এদিকে ময়নাতদন্ত শেষে মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেনের মরদেহ তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। তাছাড়া শিয়া অধ্যুষিত এলাকায় কালো পতাকা টাঙানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার মাগরিবের নামাজের শেষের দিকে মসজিদের দেয়াল টপকে আগ্নেয়াস্ত্র হাতে ৪ যুবক মসজিদে প্রবেশ করে। এ সময় ১৬ জন মুসল্লি নামাজ আদায় করছিলেন। দুর্বৃত্তরা পেছন থেকে নামাজরত মুসল্লিদের উপর গুলি চালিয়ে পালিয়ে যায়। দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে মসজিদের ইমাম ও মোয়াজ্জিনসহ ৭ জন গুলিবিদ্ধ হয়ন। এর মধ্যে মাথায় গুলি লেগে আহত মসজিদের মোয়াজ্জিন মোয়াজ্জিম হোসেন (৬৫) বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। তিনি হরিপুর গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে।
লিমন বাসার/এসএস/পিআর