করোনায় স্বামীর মৃত্যুর চারদিন পর মারা গেলেন স্ত্রীও
ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে হাওয়াতুন নেছা (৫০) নামের এক নারীর মৃত্য হয়েছে। বুধবার (১৪ এপ্রিল) সকালে ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে তার মৃত্যু হয়।
তিনি জেলার হরিণাকুন্ডুর হামিরহাটী গ্রামের মৃত আনসার আলীর স্ত্রী।
ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, গত সোমবার (১২ এপ্রিল) হাওয়াতুন নেছার করোনার পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। এরপর তিনি অসুস্থ হয়ে গত মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকেলে ঝিনাইদহ সদর হাসপাতালে করোনা ওয়ার্ডে ভর্তি হন। সেখানে চিকিৎসারত অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।
ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আব্দুল হামিদ খান জানান, সকালে করানায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন এ সংবাদ পাই। পরে আমাদের দল মরদেহটি হরিণাকুন্ডুর হামিরহাটীতে নিয়ে দাফন কাজ সম্পন্ন করে।
তিনি আরো বলেন, নিহতের স্বামী আনসার আলীর গত শুক্রবার (৯ এপ্রিল) করোনায় আক্রান্ত হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে মারা যান।
এখন পর্যন্ত ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশন এ নিয়ে ৭৩ জন করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির লাশ দাফন সম্পন্ন করেছে বলে জানান তিনি।
আব্দুল্লাহ আল মাসুদ/এসএমএম/এমএস