বেলকুচিতে মেছো বাঘের দুই বাচ্চা উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ১৩ এপ্রিল ২০২১

সিরাজগঞ্জের বেলকুচি থেকে মেছো বাঘের দুটি বাচ্চা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার দৌলতপুর গ্রামের তাঁত কাপড় ব্যাবসায়ী রুহুল আমিনের লাকড়ির মাচা থেকে বাচ্চা দুটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

মেছো বাঘ দুটি উদ্ধার করেন বেলকুচি বন বিভাগের কর্মকর্তা আজিজুল হক ও পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস নিজেদের তত্ত্বাবধানে নেন।

দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস জানান, বেলা ১১টার দিকে গ্রামের আবুল কাশেম বিষয়টি বেলকুচি বন বিভাগ ও রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবিরকে জানান। তার পরামর্শে বাচ্চা দুটি হেফাজতে নেয়া হয়।
তিনি আরও বলেন, স্থানীয়ভাবে এটি ‘বন বিড়াল’ নামেও পরিচিত। উদ্ধারকৃত বাচ্চা দুটি বেশি অসুস্থ। লকডাউন শেষ হলে বাচ্চা দুটি অবমুক্ত করা হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইউসুফ দেওয়ান রাজু/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।