রাজশাহীতে ৪৫৫ বোতল দেশি মদ জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৩:১১ পিএম, ১২ এপ্রিল ২০২১

রাজশাহীতে ৪৪৫ বোতল দেশি মদসহ সুমন হোসেন (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১১ এপ্রিল) দিবাগত রাতে এয়ারপোর্ট থানার ভোলাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব।

সোমবার (১২ এপ্রিল) সকালে র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেফতার সুমন নগরীর বোয়ালিয়া থানার শেখেরচক এলাকার মৃত রাজিব হোসেনের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুমন নামের এক ব্যক্তি অটোরিকশায় করে দেশি মদ নিয়ে আসছেন, এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল মহানগরীর এয়ারপোর্ট থানার ভোলাবাড়ি এলাকায় অভিযান চালায়। এসময় বিপুল পরিমাণ দেশি মদসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরিবহন কাজে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়।

এ ঘটনায় এয়ারপোর্ট থানায় তার বিরুদ্ধে র‍্যাবের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। সোমবার সকালে থানা পুলিশ আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে বলেও জানায় র‍্যাব।

ফয়সাল আহমেদ/এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।