না.গঞ্জে ৬ বছরের গৃহকর্মী নির্যাতনের শিকার


প্রকাশিত: ০৩:১৪ পিএম, ২৬ নভেম্বর ২০১৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় সুমাইয়া নামের ছয় বছরের এক গৃহকর্মী নির্মম নির্যাতনের শিকার হয়েছেন। নির্যাতনের অভিযোগে গৃহকত্রী হালিমা বেগমকে (৩০) আটক করেছে পুলিশ। আটক হালিমা বেগম সৌদি আরব প্রবাসী আবদুল কুদ্দুসের স্ত্রী। নির্যাতনের শিকার সুমাইয়া শরীয়তপুর জেলার ডামুঢ্যা এলাকার মোকসেদ মিয়ার মেয়ে।

বৃহস্পতিবার দুপুর ৩টায় পাগলা শাহীবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার সুমাইয়া জাগো নিউজকে জানান, পরিবারের আর্থিক অনটনের কারণেই মূলত কাজে আসা। সাতদিন আগে পূর্ব পরিচয়ের জের ধরে হালিমা বেগম শরীয়তপুর বাড়িতে গিয়ে সুমাইয়াকে নিয়ে আসে।

সুমাইয়া আরো জানান, `আমাকে দিয়ে অতিরিক্ত কাজ করানোর ফলে আমি দুর্বল হয়ে যাই। ঠিকমত খাবার দিতো না। বরং কিছু হলেই মারধর করতো। দুই সন্তানকে আমার লালন করতে হতো। একটু কাঁদলেই মারধর করতো। গত কয়েকদিন ধরে খাবার দেয়নি। উল্টো গরম খুন্তি দিয়ে মুখ, হাতসহ বিভিন্ন স্থানে ছ্যাকা দেয়া হতো।

এদিকে, গৃহকর্মীকে নির্যাতনের প্রতিবাদে গৃহকত্রী হালিমার শাস্তির দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা পুলিশের কাছ থেকে হালিমাকে ছিনিয়ে নিয়ে মারধরের চেষ্টা চালায়।  

ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জাগো নিউজকে জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে গৃহকর্মী সুমাইয়াকে উদ্ধার করা হয়েছে। পরে গৃহকত্রী হালিমা আটক করা হয়েছে। শিশু নির্যাতনের ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।  
 
শাহাদাত হোসেন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।