বান্দরবানে কঠিন চীবরদান উৎসব শুরু


প্রকাশিত: ০১:১৮ পিএম, ২৬ নভেম্বর ২০১৫

বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবরদান উৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের বৌদ্ধ বিহারগুলোতে বিভিন্ন ধর্মীয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় পুণ্যবতী উপাসিকা বিশাখা কর্তৃক প্রবর্তিত নিয়মের ২৪ ঘণ্টার মধ্যে চরকায় সূতা কেটে কাপড় তৈরি করা এবং রং করে তা ভিক্ষু সংঘে দেয়ার মাধ্যমে কঠিন চীবরদান করেন বৌদ্ধ ধর্মের উপাসক-উপাসিকরা।

উৎসবে বুদ্ধপূজা, সংঘদান, অষ্ট পরিষ্কারদান, বুদ্ধমূর্তিদান, ত্রিপিটক খণ্ডদান করা হয়। এছাড়া রাতে বিহারে হাজারো প্রদীপ প্রজ্জলন এবং ফানুস উত্তোলন করা হবে।

শহরের রাজগুরু বৌদ্ধ বিহারে বিকালে ধর্মীয় দেশনা প্রদান করেন বৌদ্ধ ধর্মীয় গুরু উছা হ্লা ভান্তে। এ সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যা শৈ হ্লাসহ শত শত বৌদ্ধ অনুসারী উপস্থিত ছিলেন।

এদিকে শুক্রবার সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর কঠিন চীবরদান উৎসবে উপস্থিত থেকে ছোয়াইং দান করবেন বলে জানা গেছে।

সৈকত দাশ,বান্দরবান প্রতিনিধি/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।