বাড়িতে গাঁজা চাষ, কারাগারে যুবক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৭:২০ পিএম, ০৯ এপ্রিল ২০২১

বরগুনার আমতলীতে তিনটি গাঁজা গাছসহ মামুন মুসুল্লী (৩৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ মার্চ) সকালে তাকে আদালতে নিয়ে গেলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বৃহস্পতিবার (৮ এপ্রিল) উপজেলার চাওড়া লোদা এলাকা থেকে মামুন মুসুল্লীকে আটক করে পুলিশ। তিনি উপজেলার চাওড়া লোদা গ্রামের তোতা মিয়া মুসুল্লীর ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে গাঁজা সেবন ও বিক্রি করে আসছিলেন মামুন মুসুল্লী। তিন মাস আগে মামুন বাড়ির টয়লেটের পেছনে একটি বালতিতে তিনটি গাঁজার গাছ লাগান। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ মামুন মুসুল্লীকে আটক করে। পরে শুক্রবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, ‘গাঁজা গাছসহ আটক মামুন মুসুল্লীকে কারাগারে পাঠানো হয়েছে।’

মো. খাইরুল ইসলাম আকাশ/আরএইচ/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।