তেঁতুলিয়ায় পাথর কোয়ারীর বালিচাপায় প্রাণ গেল শ্রমিকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৬:৫১ পিএম, ০৯ এপ্রিল ২০২১

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডাহুক নদীতে পাথর উত্তোলনের সময় পাথর কোয়ারীর বালিতে চাপা পড়ে জয়নুল হক (৪৮) নামে এক পাথরশ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মন্ডলপাড়া এলাকার ডাহুক নদীতে এই ঘটনা ঘটে। নিহত জয়নুল মন্ডলপাড়া এলাকার কালা সূফির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার সকালে জয়নুল তার সহকর্মীদের সঙ্গে ডাহুক নদীতে পাথর উত্তোলন করতে যান। নদীর পাথর কোয়ারীতে ডুবে পাথর তোলার এক পর্যায়ে তিনি নিখোঁজ হয়ে যান। পরে সহকর্মীরা বুঝতে পারেন, বালু ধসে চাপা পড়ে তিনি নিখোঁজ হয়েছেন। পরে সেখানে তার সহকর্মীরা অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর পাথর কোয়ারী থেকে জয়নুলের মরদেহ উদ্ধার করে।

বুড়াবুড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. তারেক হোসেন জানান, অন্য শ্রমিকদের সঙ্গে প্রতিদিনের মতো জয়নুল পাথর তুলতে যান। তাকে না পেয়ে শ্রমিকরা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেন। তাদের সহায়তায় দুই ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।

তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া বলেন, মরদেহের সুরতহাল করা হয়েছে। পরে পরিবারের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিদের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ নিয়ে তেঁতুলিয়া মডেল থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

সফিকুল আলম/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।