মামুনুল হকের পক্ষে পোস্ট দেয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৬:২৯ পিএম, ০৯ এপ্রিল ২০২১

হেফাজত নেতা মামুনুল হকের পক্ষে পোস্ট দেয়ায় আল আলাল নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (৯ এপ্রিল) বিকেলে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

বহিষ্কৃত আল আলাল সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ছিলেন।

দলীয় সূত্র জানায়, আল আলাল নিজের ফেসবুকে মামুনুল হকের পক্ষে পোস্ট দেন। বিষয়টি দলীয় নেতাকর্মীদের নজরে আসলে ঊর্ধ্বতন নেতাদের জানানো হয়। পরে বৃহস্পতিবার জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী ও সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু স্বাক্ষরিত চিঠিতে তাকে বহিষ্কার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এর আগে মামুনুল হকের পক্ষে পোস্ট দিয়ে দলীয় বিভিন্ন বিষয় নিয়ে বিরূপ মন্তব্য করায় সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফয়েজ উদ্দিনকে বহিষ্কার করা হয়।

লিপসন আহমেদ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।