চাঁপাইনবাবগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১, আটক ৬

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৩:২৪ পিএম, ০৯ এপ্রিল ২০২১

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের আঘাতে আব্দুর রহমান (৫০) নামে একজন নিহত হয়েছেন।

শুক্রবার (৯ এপ্রিল) সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাজিপাড়া গ্রামে দু’পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান একই গ্রামের মো. আলতাফ হোসেনের ছেলে। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ ছয়জনকে আটক করেছে বলে নিশ্চিত করেছেন ইসলামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক রেজওয়ানুল হক।

পুলিশ পরিদর্শক রেজওয়ানুল হক স্থানীয়দের বরাত দিয়ে জানান, জমির ড্রেন কাটাকে কেন্দ্র করে সকাল সাড়ে ৯টায় আব্দুর রহমান ও আমিরুলের সঙ্গে প্রতিবেশী জালাল মেম্বারের কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আব্দুর রহমানকে লাঠি দিয়ে বেদম প্রহার ও ইট দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।

তিনি আরও জানান, এলাকা স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে আটক করা হয়েছে।

এদিকে গুরুতর আহত আব্দুর রহমান চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার সময় মারা যান বলে জানিয়েছেন সদর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক রনি সাহা। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

সোহান মাহমুদ/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।