আজান দেয়ার সময় মুয়াজ্জিনের মৃত্যু
পিরোজপুরের ইন্দুরকানিতে মসজিদে আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আ. আজিজ শিকদার (৫৩) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।
বুধবার (৭ এপ্রিল) মাগরিবের আজানের সময় উপজেলার পত্তশী ইউনিয়নের গাবগাছিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আ. আজিজ শিকদার ওই গ্রামের মৃত কাশেম আলী শিকদারের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার মাগরিবের আজানের সময় আ. আজিজ বাড়ির জামে মসজিদে আজান দিতে গিয়ে মাইক্রোফোনে হাত দিলে বিদ্যুতায়িত হয়ে মসজিদের ফ্লোরে পড়ে যান। পরে মুসল্লিরা এসে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজিজ শিকদারের ভাই আবুল শিকদার বলেন, ভাই আজান দিতে গেলে আজানের শব্দ না পেয়ে আমরা মসজিদের ভেতরে গিয়ে দেখি তিনি মাইক্রোফোন হাতে নিচে পড়ে আছেন। সঙ্গে সঙ্গে আমি বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দিই।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, শিকদার বাড়ি মসজিদে আযান দিতে গিয়ে আজিজ শিকদার নামে এক মুয়াজ্জিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বলে শুনেছি।
এফএ/এমকেএইচ