সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত


প্রকাশিত: ০৪:৪৩ এএম, ২৬ নভেম্বর ২০১৫

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তের বিপরীতে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে সীমান্তের মেইন পিলার ১৩ এর সাবপিলার ৩ থেকে ৫০০ গজ ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।  

নিহতরা হলেন-সাতক্ষীরা সদরের পাঁচরকি গ্রামের মো. নজরুল ইসলাম ও কলারোয়ার কাকডাঙ্গা গ্রামের খালেক সরদার।

বিজিবির ৩৮ ব্যাটালিয়নের কর্মকর্তারা জানান, বিষয়টি সম্পর্কে আমরা খোঁজখবর নিচ্ছি। নিশ্চিত হলেই আপনাদের জানানো হবে।

স্থানীয়রা জানান, নিহতদের মরদেহ এখনও ঘটনাস্থল তলুইগাছা সীমান্তের বিপরীতে ভারতের তারালি গ্রামে পড়ে রয়েছে।

আরএস/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।