না.গঞ্জে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু : ৫ জনের বিরুদ্ধে চার্জশিট


প্রকাশিত: ১০:৫২ পিএম, ২৫ নভেম্বর ২০১৫

নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় সাজেদা বেগম নামে এক গৃহিণীকে হত্যা মামলায় ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালের কনসালটেন্ট সার্জন (স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা) জাহাঙ্গীর আলমসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

চার্জশিটে অভিযুক্ত অন্যরা হলেন সেলিনা মেমোরিয়াল হসপিটালের মালিক আলী নূর শরীফ ওরফে শামীম, ম্যানেজার ছাত্তার, নার্স সুমি আক্তার ও চঞ্চল।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার এসআই হামিদুল ইসলাম বুধবার বিকেলে ১৫ জনকে সাক্ষী দেখিয়ে আদালতে চার্জশিটটি দাখিল করেন। কোর্ট পুলিশের এসআই শওকত হোসেন চার্জশিট গ্রহণের সত্যতা স্বীকার করে জানান, মামলার ধার্য তারিখে চার্জশিট আদালতে উপস্থাপন করা হবে।

জানা যায়, সিদ্ধিরগঞ্জের আদমজী কদমতলী এলাকার সেলিম রেজা তার মা মাজেদা বেগমকে (৪৮) শারীরিক সদস্যার কারণে খানপুর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. জাহাঙ্গীর আলম প্রাথমিক চিকিৎসা দিয়ে তার নিজস্ব চেম্বার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে চিকিৎসা করাতে বলেন।

পরে ওই চিকিৎসকের চেম্বারে নিয়ে গেলে তিনি বলেন, খানপুর এলাকায় অবস্থিত সেলিনা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে রোগীকে অপারেশন করতে হবে।

তার কথা মতে ওই হাসপাতালে নিয়ে যাওয়ার পর চলতি বছরের ১০ মে রাতে ভুল চিকিৎসা দিয়ে সাজেদা বেগম মারা যান। এঘটনায় নিহতের পরিবার নারায়নগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করে।

মো. শাহাদাত হোসেন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।