শ্রীপুরে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ০৬ এপ্রিল ২০২১
ফাইল ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে গাজীপুরের শ্রীপুর থেকে মো. রাসেল (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযোগের প্রেক্ষিতে সোমবার (৫ এপ্রিল) রাতে তাকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের পাবুরিয়ারচালা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাসেল পাবুরিয়ারচালা গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

বিজ্ঞাপন

এই ঘটনায় স্থানীয় ওয়ার্ড সদস্য বাদী হয়ে অভিযোগ দেয়ার পর মঙ্গলবার (৬ এপ্রিল) শ্রীপুর থানায় তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা রুজু হয়।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) গোলাম সারোয়ার বলেন, সম্প্রতি রাসেল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিমূলক কথাবার্তা প্রচার করে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য বাদী হয়ে থানায় অভিযোগ দিলে তথ্যপ্রযুক্তি আইনে মামলা রুজু হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

আমিনুল ইসলাম/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।