বন্ধ স্কুলে বাসা বেঁধেছে মৌমাছি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ০৬ এপ্রিল ২০২১

মহামারি করোনাভাইরাসে কারণে টানা স্কুল বন্ধ থাকায় সেখানে বাসা বেঁধেছে মৌমাছি। সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন মৌমাছিদের আবাসস্থলে পরিণত হয়েছে।

বিদ্যালয় ঘুরে দেখা যায়, বিদ্যালয়ের ছাদের কার্নিশে মৌমাছিরা বাসা বেঁধেছে। ভবনের ৮-১০টি স্থানে বাসা বেঁধে মধু সংগ্রহ করছে মৌমাছিরা। আশপাশের সরিষা, আম, কুলসহ বিভিন্ন ফুলের সমাহার থাকায় মৌমাছিরা স্থানটি তাদের জন্য নিরাপদ ও উপযুক্ত মনে করছে বলে স্থানীয়রা জানান।

ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফসানা মমতাজ বলেন, ‘দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় মৌমাছিরা বিদ্যালয়ে বাসা বেঁধেছে। অনেকগুলো মৌমাছির দল বাসা বাঁধায় অনেক সুন্দর লাগছে।’

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হারুন-অর-রশীদ বলেন, ‘বিদ্যালয় বন্ধ থাকলেও নিয়মিত ক্যাম্পাসে এসে সার্বিক খোঁজখবর নেই। ছাদের কার্নিশে মৌমাছি বাসা বাঁধায় পরিবেশ আনেক সুন্দর হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিদ্যালয় খুললে মৌমাছির কারণে ক্লাসের খুব একটা ক্ষতি হবে না। মৌমাছির বাসাগুলো আমি নিজে দেখভাল করি। কিন্তু চোখের আড়ালে মাঝে মধ্যে এলাকার শিশুরা মৌমাছিদের বিরক্ত করে।’

আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।