ঝড় ও শিলাবৃষ্টিতে লুটিয়ে পড়েছে বোরো ধান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৯:০৭ এএম, ০৫ এপ্রিল ২০২১

নাটোরের নলডাঙ্গা উপজেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে হালতি বিলের বোরো আধাপাকা ধান, সদ্য গুটি আসা আম, পেঁয়াজসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

রোববার বিকেলের দিকে নলডাঙ্গা উপজেলার হালতি বিলসহ বেশ কিছু এলাকায় প্রায় আধা ঘণ্টা ভারি ও হালকা বৃষ্টির সঙ্গে প্রচুর শিলা পড়তে থাকে। এ সময় কালবৈশাখী ঝড় প্রবাহিত হয়। আর এতেই ভুট্টা, পেঁয়াজ ও বোরো ধান মাটিতে লুটিয়ে পড়ে ব্যাপক ক্ষতির মুখে পড়ে কৃষকরা।

jagonews24

হালতি বিলের পাটুল এলাকার কৃষক শাহআলম, রাজ্জাক আলী জানান, আমাদের ৫ বিঘা বোরো ধানের মধ্যে গড়ে ১ বিঘা জমির জিরাশাইল জাতের শীষ বের হওয়া বোরো ধান ঝড় ও শিলাবৃষ্টিতে মাটিতে লুটিয়ে পড়েছে।

jagonews24

তারা বলেন, যেসময় বোরো ধানের শীষ বের হচ্ছে সেই সময় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে হালতি বিলের ২০ ভাগ জমির বোরো ধান মাটিতে লুটিয়ে পড়েছে। এতে ফলনে বিপর্যয় হতে পারে বলে আশংকা করছি।

এ বিষয়ে নাটোর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ সুব্রত সাহা জানান, রোববারের ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ধানসহ অন্য ফসলের কী পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণে কাজ চলছে।

রেজাউল করিম রেজা/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।