ইউপি নির্বাচনের দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৪০
ভোলার তজুমদ্দিন উপজেলায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ৪০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ভোলা সদর ও বরিশাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৩ এপ্রিল) বিকেল থেকে রাত পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি নির্বাচনের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে ইউপি সদস্য প্রার্থী মো. হুমায়ুন কবির গাইন ও মো. মিজান পোদ্দারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে মিজান পোদ্দারের সমর্থনকারীরা কবির গাইনের বাড়িতে ঢুকে ৬-৭টি ঘর ও ২টি মোটরসাইকেল ভাঙচুর ও লুটপাট করে।
এ সময় হুমাইয়ুন কবির গাইনরা বাঁধা দিতে গেলে হামলার ঘটনায় তাদের ৩০ জন ও মিজান পোদ্দার গ্রুপের ১০ জন আহত হয়।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউর হক জানান, এ ঘটনায় মিজান পোদ্দারের পক্ষ থেকে ২৪ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। একজন আটক রয়েছে। তবে হুমায়ুন কবির গাইন পক্ষের কেউ এখনও অভিযোগ করেনি। আমাদের তদন্ত চলছে।
জুয়েল সাহা বিকাশ/এফএ/এমএস