ইউনিয়ন পরিষদ ভবন পুড়ে ছাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৯:২৬ এএম, ০৪ এপ্রিল ২০২১

আকস্মিক আগুনে পুড়ে গেছে খাগড়াছড়ির দীঘিনালার কবাখালী ইউনিয়ন পরিষদ ভবন। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গেছে পরিষদের গুরুত্বপূর্ণ সব কাগজপত্র।

ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। শনিবার (৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউনিয়ন পরিষদ ভবনে আগুন ছড়িয়ে পড়ে। এর পরপরই সাধারণ মানুষ আগুন নেভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন বলেন, আকস্মিক আগুনে পরিষদ ভবনের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ইউনিয়ন পরিষদের প্রয়োজনীয় সকল কাগজপত্র পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

দীঘিনালা ফায়ার সার্ভিস ইউনিটের কর্মকর্তা বাবলা দাশ বলেন, অগ্নিকাণ্ডের খবর শুনে আমাদের ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে থাকতে পারে।

মুজিবুর রহমান ভুইয়া/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।