মাস্ক নেই ওষুধ ক্রেতা-বিক্রেতার মুখে, গুনলেন জরিমানা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ০৩ এপ্রিল ২০২১

গাজীপুরের কালীগঞ্জ মুখে মাস্ক না থাকায় ওষুধ ক্রেতা-বিক্রেতাসহ ছয়জনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শিবলী সাদিক।

শনিবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার বাশাইর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের জরিমানার পাশাপাশি করোনায় স্বাস্থ্য সচেতনা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে স্থানীয়দের অবহিত করেন তিনি।

jagonews24

পরে তিনি উপজেলার জামালপুর, ঘোড়াশাল ফেরিঘাট এলাকায় স্থানীয় দোকানদার, সাধারণ মানুষ, যাত্রীসহ ছয়জনকে এক হাজার ৬৫০ টাকা জরিমানা করেন। এসময় তিনি সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে মাস্কও বিতরণ করেন।

আব্দুর রহমান আরমান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।