অপরাধ দমনে একযোগে কাজ করবে বাংলাদেশ-ভারত


প্রকাশিত: ১০:৫৫ এএম, ২৫ নভেম্বর ২০১৫

সীমান্ত সমস্যা, চোরাচালান ও মানবপাচার বন্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশ-ভারত জেলা প্রশাসক-জেলা ম্যাজিস্ট্রেট পর্যায়ে যৌথ সীমান্ত সম্মেলন রাজশাহী সার্কিট হাউস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলন শেষে বুধবার দুপুরে রাজশাহীর সার্কিট হাউসে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিরা। এসময় তারা অপরাধ দমনে একযোগে কাজ করার আশ্বাস দেন।

রাজশাহী জেলা প্রশাসক মেজবাহ উদ্দীন চৌধুরীর নেতৃত্বে রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমেদসহ কাস্টার-২ এর বাংলাদেশ ১৫ দস্যের প্রতিনিধি দলে চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মেহেরপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিজিবি-৬’র পরিচালক, বিজিবি-৩৭’র পরিচালক, বিজিবি-৯’র সিও অংশ গ্রহণ করেন। ভারতীয় দলের প্রতিনিধিত্ব করছেন নদীয়া জেলা ম্যাজিস্ট্রেট শ্রী বিজয় ভারতী।

এছাড়াও দলের সদস্যরা ছিলেন, মুর্শিদাবাদের জেলা ম্যাজিস্ট্রেট শ্রী ওয়াই রত্নকারা রায়, পুলিশ সুপার শ্রী সি সুধাকর, নদিয়ার পুলিশ সুপার ভরত লাল মিনা।

Rajshahi

সম্মেলনে দু’দেশের সীমান্তবর্তী  জেলা গুলোর মধ্যে জেলখানার বন্দী প্রত্যাবর্তন নিয়ে আলোচনা, মানবপাচার, মাদকপাচার, অস্ত্রপাচার এছাড়াও বিভিন্ন পণ্য পাচাররোধ সংক্রান্ত এবং সীমান্ত পিলারচিহ্নিতকরণ, চুয়াডাঙ্গা দৌলতগঞ্জ মাজদিয়ো স্থলবন্দর পুনরায় চালু, গেদে-দর্শনা রাস্তা প্রশস্তকরণ রাজশাহীতে সীমান্ত হাট স্থাপনসহ ভূমি সংক্রান্ত সিএস রেকর্ড হস্তান্তর ও সীমান্ত-সংক্রান্ত সমস্যা সমাধানে প্রতি বছর এ ধরনের সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও জানান উভয়দেশের প্রতিনিধিরা। এছাড়াও অন্যান্য সীমান্ত সংক্রান্ত বিরোধ নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশ ও ভারতের সরকারি প্রতিনিধি সম্মেলনে দু`দেশের উত্থাপিত সমস্যা অবিলম্বে উত্তোরণের সিদ্ধান্তে গৃহীত হয়।
 
শাহরিয়ার অনতু/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।