প্রধানমন্ত্রীর বিকৃত ছবি পোস্ট করে শ্রীঘরে যুবক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৮:২৮ পিএম, ০২ এপ্রিল ২০২১

পিরোজপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেয়ায় মিজানুর রহমান সিকদার (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২ এপ্রিল) ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মিজানুর রহমান সিকদার ওরফে হাতকাটা মিজান নেছারাবাদ উপজেলার আরামকাঠী গ্রামের বজলুর রহমান সিকদারের ছেলে। পেশায় কাঠ ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিজের ফেসবুক আইডিতে মিজান প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন ধরনের বিকৃত ছবি পোস্ট করে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে প্রশাসনকে জানানা হলে বৃহস্পতিবার (১ এপ্রিল) স্থানীয় ইদিলকাঠী বাজার থেকে গ্রেফতার করে পুলিশ।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হাসেম বলেন, ‘মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে মিজানকে গ্রেফতার করা হয়েছে। পরে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।