জামাইয়ের লাঠিপেটায় আহত শ্বশুর!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৬:২৪ পিএম, ০২ এপ্রিল ২০২১

বগুড়ার আদমদীঘিতে পথরোধ করে শ্বশুরকে লাঠিপেটা করার অভিযোগ পাওয়া গেছে জামাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শ্বশুর।

শুক্রবার (২ এপ্রিল) দুপুরে জামাই খোরশেদের বিরুদ্ধে শ্বশুর মিরাজ উদ্দিন থানায় এ অভিযোগ করেন।

অভিযোগে জানা যায়, গত চার বছর আগে উপজেলার ছাতিয়ানগ্রাম হাটখোলার কালামের ছেলে খোরশেদের সঙ্গে পার্শ্ববর্তী মঙ্গলপুর গ্রামের মিরাজ উদ্দিনের মেয়ের বিয়ে হয়। বিয়ের পর জামাই খোরশেদ বেকার থাকায় শ্বশুর মিরাজ তাকে নিজ বাড়িতে তিন বছর আশ্রয়ে রাখেন। কিন্তু জামাই নেশাগ্রস্ত হওয়ায় তার মেয়েকে প্রায় নির্যাতন করেন। গত সোমবার স্ত্রীকে মারপিট করে বাড়ি থেকে চলে আসেন খোরশেদ। বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুর আড়াইটায় শ্বশুর মিরাজ তিলকপুর যাওয়ার উদ্দেশে অটোভ্যানযোগে ছাতিয়ানগ্রামের ইসবপুর মোড়ে পৌঁছালে জামাই খোরশেদ, তার ফুফাতো ভাই আসলাম ও সাগর হোসেনসহ আরও বেশ কয়েকজন ভ্যানটির গতিরোধ করেন এবং তাকে মারপিট করে আহত করেন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করেন।

শ্বশুর মিরাজ অভিযোগ করে বলেন, ‘তারা (মারধরকারীরা) এলাকার চিহ্নিত মাদক কারবারি। আমাকে যে কোনো সময় মেরে ফেলতে পারেন। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’

এ ঘটনায় অভিযুক্ত খোরশেদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত পূর্বক অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।