ট্রলার থেকে পড়ে যাওয়ার ২ দিন পর মিলল শ্রমিকের লাশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৫:২২ পিএম, ০২ এপ্রিল ২০২১

শরীয়তপুরের ডামুড্যায় ট্রলার থেকে নদীতে পড়ে যাওয়ার দুইদিন পর মাসুদুল রহমান (৩৫) নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ এপ্রিল) দুপুরে জয়ন্তী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত মাসুদুল রহমান নীলফামারী জেলার ডিমলার নাওতোরা সাত নম্বর খালিশা চাপানী গ্রামের আহমেদ পাগলার ছেলে। তার তিন ছেলে রয়েছে।

পুলিশ জানায়, ডামুড্যা পৌরসভার শহর নদীর তীরে বাঁধের কাজ চলছে। এ কাজে ব্যবহৃত ব্লকগুলো ট্রলার দিয়ে আনতে হয়।

গত বুধবার (৩১ মার্চ) বিকেল পৌনে ৫টায় ব্লক নিয়ে ট্রলারটি ডামুড্যা ধানহাটার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা ট্রলারকে সাইড দিতে গিয়ে জয়ন্তী নদীর ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লাগে ট্রলারটির। তখন শ্রমিক মাসুদুল নদীতে পড়ে যান।

নদীতে নিখোঁজ হওয়ার দুইদিন পর ডামুড্যা থানার সামনের নদীর পাড়ে মাসুদুলের লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে ডামুড্যা থানা পুলিশ লাশ উদ্ধার করে।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী বিশ্বাস বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। এরপর মাসুদুলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ছগির হোসেন/এসএমএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।