নওগাঁয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের ২ মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৪:২১ পিএম, ৩১ মার্চ ২০২১

সরকারি কাজে বাধা, পুলিশকে মারধর ও জানমালের নিরাপত্তা বিঘ্নিত করায় নওগাঁয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে।

বুধবার (৩১ মার্চ) নওগাঁ সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। এ ঘটনায় এরইমধ্যে ১৪ জনকে আটক করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, সরকারি কাজে বাধা দেয়া ও পুলিশকে মারধরের অভিযোগে ৪৩ জনসহ অজ্ঞাত আরও বেশ কয়েকজন এবং অপর একটি মামলায় সরকারি সম্পত্তিসহ জানমালের নিরাপত্তা বিঘ্নিত করায় সন্ত্রাসবিরোধী আইনে ৪৩ জনসহ অজ্ঞাত আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে অজ্ঞাত কতজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে তা জানানো হয়নি।

মামলায় আসামিদের মধ্যে- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এ জেড রফিকুল ইসলাম ও মহাদেবপুর থানা বিএনপির সাবেক সভাপতি রবিউল ইসলাম বুলেটসহ ১৪ জন আটক রয়েছে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, পুলিশ বাদী হয়ে বুধবার পৃথক দুটি মামলা করে। মামলার পর দুপুরে গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

আব্বাস আলী/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।