এক্স-রে করে দেখা গেল দুই যুবকের পেটে ৩০ প্যাকেট ইয়াবা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ৩০ মার্চ ২০২১

টেকনাফ থেকে ইয়াবা কিনে পাকস্থলীতে করে পাচারের সময় মানিকগঞ্জে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (৩০ মার্চ) সকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশর ইউনিয়নের নাতুয়াবাড়ির মৃত আব্দুল জব্বার মিয়ার ছেলে মো. আবির হোসেন (৩৬) ও একই এলাকার ফরহাদ মিয়ার ছেলে আরিফ হোসেন (৩০)।

দুপুরে র‌্যাব-৪ এর মানিকগঞ্জের কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি উনু মং বলেন, ‘ সোমবার (২৯ মার্চ) টেকনাফ থেকে অভিনব কায়দায় পাকস্থলীতে করে ইয়াবা নিয়ে মানিকগঞ্জের দৌলতপুরের উদ্দেশ্যে রওনা হন আবির ও আরিফ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে সাটুরিয়া বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। পরে তাদের হাসপাতাল নিয়ে এক্স-রে মেশিনের মাধ্যমে পেটের ভেতর ৩০ প্যাকেট ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত করা হয়। সেই প্যাকেটে দেড় হাজার পিচ ইয়াবা ছিল। পরে মলত্যাগের মাধ্যমে সেই ইয়াবা বের করেন তারা।’

তিনি আরও বলেন, ‘একই কায়দায় একাধিকবার ইয়াবা পাচার করেছে বলে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন। আবির এর আগে গাঁজা সেবনের অভিযোগে র‌্যাবের হাতে গ্রেফতার হয়ে ৬ মাস জেলও খেটেছেন।’

বি.এম খোরশেদ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।