কোম্পানীগঞ্জে আ.লীগের পদবি ও প্যাড অবৈধভাবে ব্যবহারের অভিযোগ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে তাদের পদবি ও প্যাড অবৈধভাবে ব্যবহারের অভিযোগ করেছে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।
সোমবার (২৯ মার্চ) রাত ১০টায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান ও সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ অভিযোগ জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মো.ইউনুছ নামের এক ব্যক্তি নিজেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাবি করছেন। তিনি কিছু বিতর্কিত কথা উল্লেখ করে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন। যা অবৈধ।
মো. ইউনুছ কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়। এভাবে উপজেলা আওয়ামী লীগের পদ ও দলীয় প্যাড ব্যবহার করার অপরাধে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উল্লেখ্য, এর আগে সোমবার বিকেল ৫টায় মির্জা কাদের ঘোষিত উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ইউনুছ স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো হয়।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ঘোষিত কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ৯টি দাবি উপস্থাপন করা হয়। দাবি না মানলে আগামী ১২ এপ্রিল বঙ্গবন্ধু ম্যুরালের সামনে এক অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে।
এছাড়া অনশনসহ স্বেচ্ছা কারাবরণের কর্মসূচি গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এসএমএম/জেআইএম