পুকুরে গ্রেনেড-সদৃশ বস্তু, উৎসুক জনতার ভিড়
টাঙ্গাইলের ঘাটাইলে পুকুর খননের সময় গ্রেনেড-সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। সোমবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার সংগ্রাম ইউনিয়নের দক্ষিণ কাউটেনগর গ্রামে এটি পাওয়া যায়। এসময় বস্তুটি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই গ্রামের আবুল হোসেন নামের এক শিক্ষকের পুকুর পুনঃখননের সময় কোদালের মাথায় গ্রেনেড-সদৃশ বস্তুটি উঠে আসে। খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশ বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘গ্রেনেড-সদৃশ বস্তুটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি ঘাটাইলের শহীদ সালাউদ্দিন সেনানিবাসে চিঠির মাধ্যমে জানানো হয়েছে। তাদের বিশেষজ্ঞ টিম এসে যাচাই-বাচাই করে দেখবে আসলে এটা কি।’
আরিফ উর রহমান টগর/আরএইচ/এমএস