মোকতাদির চৌধুরীকে নাগরিক সংবর্ধনা বুধবার


প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ২৪ নভেম্বর ২০১৫

ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে নাগরিক সংবর্ধনা দেবে ব্রাহ্মণবাড়িয়াবাসী।

বুধবার বিকেল ৩টায় শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে এ নাগরিক সংবর্ধনা দেয়া হবে।

নাগরিক সংবর্ধনা উপলক্ষে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে `জননেতা উবায়দুল মোকতাদির চৌধুরী নাগরিক সংবর্ধনা কমিটি`। সংবর্ধনাকে ঘিরে শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠ ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিভিন্ন রঙের ব্যানার ও পোস্টার শোভা পাচ্ছে। সংবর্ধনায় ৩০ হাজারেরও বেশি মানুষের সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকরা।

এ ব্যাপারে সংবর্ধনা কমিটির সদস্য সচিব ওসমান গণি সজিব জাগো নিউজকে বলেন, শিক্ষা-শান্তি, অবকাঠামো এবং সামজিক নিরাপত্তাসহ সার্বিক ক্ষেত্রে উন্নয়নের জন্য তিতাসপাড়ের জীবন্ত কিংবদন্তী মোকতাদির চৌধুরীকে নাগরিক সংবর্ধনা দেয়া হচ্ছে। সংবর্ধনাকে কেন্দ্র করে আমাদের সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি এই নাগরিক সংবর্ধনা ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে।

এদিকে, নাগরিক সংবর্ধনাকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে মাঠ ও এর আশপাশ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ ব্যাপারে সদর মডেল থানা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন ঘোষ জাগো নিউজকে বলেন, সংবর্ধনাকে ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সংবর্ধনা মাঠ ও এর আশপাশ এলাকা পুলিশের নিয়ন্ত্রণে থাকবে।

আজিজুল আলম সঞ্চয়/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।