দিনাজপুরে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ২৮ মার্চ ২০২১

দিনাজপুরের বোচাগঞ্জে পুকুর খনন করতে গিয়ে সোয়া ১৪ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। রোববার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় উপজেলার আটগাঁও ইউনিয়নের বলিহারা গ্রামে পুকুর খননকালে মূর্তিটি উদ্ধার করা হয়।

বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছন্দা পাল বলেন, সকাল থেকে বালিহারা গ্রামের নুরুন্নবী চৌধুরী জামানের একটি পুকুরে খননকাজ চলছিল। একপর্যায়ে শ্রমিকরা পুকুর থেকে কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করে। এর ওজন আনুমানিক ১৪ কেজি ২৮৫ গ্রাম।

স্থানীয়রা খবর দিলে সেখান থেকে মূর্তিটি নিয়ে জেলা প্রশাসকের ট্রেজারি শাখায় জমা দেয়া হয় বলে জানান তিনি।

এমদাদুল হক মিলন/এসএমএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।