জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে কলেজছাত্র খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০১:২১ পিএম, ২৮ মার্চ ২০২১
ফাইল ছবি

ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে বিরোধে রোকন উদ্দিন মোল্যা (২৫) নামের এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে খুন করেছেন চাচাতো ভাই।

রোববার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত
রোকন উদ্দিন শেখপাড়া গ্রামের আব্দুর রশিদ মোল্যার ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্যে প্রস্তুতি নিচ্ছিলেন।

নিহত রোকন উদ্দিনের চাচা ওহিদুল ইসলাম বলেন, সকালে রোকন বাড়ির পাশের নিজ জমিতে কাজ করছিল। সকাল ১০টার দিকে রোকনের আরেক চাচা বাদশা মোল্যার ছেলে শিলু মোল্যসহ তুর্কী মোল্যা, করিম মোল্যা ও আরও বেশ কয়েকজন রোকনের ওপর হামলা করে। এ সময় শিলু মোল্যার ছুরিকাঘাতে রোকন খুন হয়। তাকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দীর্ঘদিনের পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে রোকনকে হত্যা করা হয় বলে দাবি রোকনের মা হাজেরা খাতুনের।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ‘জমি নিয়ে বিরোধে তার ওপর হামলার ঘটনা ঘটে এবং ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়েছে।’

আব্দুল্লাহ আল মাসুদ/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।