ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে ৫ বিক্ষোভকারী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৮:২২ পিএম, ২৭ মার্চ ২০২১
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুর বিসিক শিল্প এলাকায় মহাসড়কে মাদরাসাছাত্রদের সঙ্গে পুলিশ ও বিজিবির সংঘর্ষে পাঁচ বিক্ষোভকারী নিহত হয়েছেন। এ সময় সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ সদস্যসহ আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন।

শনিবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাদল মিয়া (২৬), জুর আলম (৩৫) ও সুজন মিয়া (২৫), কাওসার (২০) ও জুবায়ের (২০)। নিহতদের নাম জানা গেলেও তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে বিক্ষোভকারীরা হেফাজতে ইসলামের কর্মী বলে জানা গেছে। 

আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তিনজন মারা গেছে। তারা সবাই গুলিবিদ্ধ ছিল।

প্রত্যাক্ষদর্শীরা জানান, বিকেলে হেফাজতের নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি কুমিল্লা-সিলেট মহাসড়কের নন্দনপুর এলাকায় পৌঁছালে পুলিশ ও বিজিবির সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।

এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।