গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী গ্রেফতার
মুন্সিগঞ্জের সিরাজদিখানে হালিমা বেগম (২৬) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওইদিন রাতেই নিহতের স্বামী বাবু শেখকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (২৬ মার্চ) রাত ৮টায় উপজেলার রশুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়া গ্রামে ভাড়াবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শনিবার (২৭ মার্চ) আটক বাবুকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
নিহত হালিমার বাবার বাড়ি গাজীপুর জেলায়। আর স্বামী বাবু শেখের বাড়ি উপজেলার রশুনিয়া ইউনিয়নের খিলগাঁও গ্রামের আলী ইসলামের পুত্র।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, তিন বছর আগে পারিবারিকভাবে হালিমা ও বাবু শেখের বিয়ে হয়। তাদের এক বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
নিহতের বড় ভাই নুরুজ্জামান মনির জানান, বিয়ের পর থেকেই বোনজামাই বাবু শেখ আমার বোনকে যৌতুকের জন্য অত্যাচার করতো। তিনি মাদকাসক্ত। এছাড়া কয়েকদিন আগে মদ তৈরি করার সময় তাকে আটক করে পুলিশ।
তিনি আরও বলেন, বোনের সুখের জন্য আমরা বাবু শেখকে একটি অটোরিকশা কিনে দেই। এরপরও আমার বোনকে ওরা অত্যাচার করে হত্যা করেছে।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জালাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হালিমা বেগম পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এছাড়া আত্মহত্যায় প্ররোচনায় জন্য নিহতের স্বামী বাবু শেখের বিরুদ্ধে রাতেই মামলা রুজু করা হয়েছে। এরপর তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এসএমএম/জিকেএস