নরসিংদীতে বাড়ি থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৪:৫২ পিএম, ২৭ মার্চ ২০২১

নরসিংদীতে একটি বাড়ি থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ মার্চ) দুপুরে পৌরসভার বানিয়ারছল এলাকার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুল জলিলের বাড়ি থেকে দুইটি বালতিতে বালু দিয়ে ঢাকা বোমা সাদৃশ্য বস্তুগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বানিয়ারছল এলাকার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুল জলিলের বাড়িতে দুটি বালতিতে বোমা সাদৃশ্য বস্তু দেখা যায়। বাড়িওলার খবরের ভিত্তিতে সদর থানা পুলিশ ও গোয়েন্দা সদস্যরা দুটি বালতিতে বালু দিয়ে ঢাকা বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করে। পরে ওই স্থানসহ বাড়িটি ঘিরে রাখা হয়েছে।

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুল জলিল বলেন, কাজ করার সময় বাড়ির পেছনের দিকে খালি একটি জায়গায় দুটি বালতি পড়ে থাকতে দেখি। এর ভেতরে কচটেপ পেঁচানো কিছু বস্তু দেখতে পেয়ে পুলিশকে অবহিত করি।
সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, দুই বালতিতে বোমা সাদৃস্য বস্তু পাওয়া গেছে। তবে কয়টি তা গণনা করা যায়নি। ঢাকায় বোমা ডিসপোজাল টিমকে খবর দেয়া হয়েছে। তারা এসে পরবর্তী ব্যবস্থা নেবে।

সঞ্জিত সাহা/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।