টঙ্গীতে হেলে পড়েছে দুটি ভবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ২৭ মার্চ ২০২১

গাজীপুরে দুটি বহুতল ভবন হেলে পড়েছে। শুক্রবার (২৬ মার্চ) রাত ১টার দিকে টঙ্গীর এরশাদ নগর এলাকায় এ ঘটনার পর ফায়ার সার্ভিসকর্মীরা ভবন দুটি পরিদর্শন করেন।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, ‘ওই এলাকায় মহাসড়কের পাশে ড্রেন নির্মাণ কাজ চলছিল। গভীর খননের কারণে ওই এলাকার বদরুল ইসলাম ও দেলোয়ার হোসেনের মালিকানাধীন তিন তলা ভবন ও অপর একটি আংশিক চারতলা ভবন হেলে পড়ে।’

তিনি আরও বলেন, ‘ভবনগুলোর নিয়ম মেনে করা হয়নি এবং পাইলিংও খুব মজবুত ছিল না। যার ফলে ভবনটি হেলে পড়েছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ওই ভবন দুটি ঝুঁকির মধ্যে রয়েছে। যেকোনো সময় ভবন দুটি ধসে পড়ার আশংকা রয়েছে।’

মো. আমিনুল ইসলাম/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।