কোনো অপশক্তিকে প্রশ্রয় দেয়া হবে না : খাদ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৩:০৪ পিএম, ২৭ মার্চ ২০২১

যারা উন্নয়নের সমালোচনা করেন তারা দেশকে অস্থিতিশীল করার কাজে লিপ্ত। কোনো অপশক্তিকে প্রশ্রয় দেয়া হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

শনিবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১টায় নওগাঁর পোরশা উপজেলা চত্বরে উন্নয়ন মেলার উদ্বোধন আলোচনা সভায় ঢাকায় বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘কালোকে কালো ও সাদাকে সাদা বলতে হবে। যারা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে তা করতে দেয়া হবে না। উন্নয়ন চাইলে সরকারের উন্নয়নকে সমর্থন করতে হবে’।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ‘বাংলাদেশ এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ’ প্রতিপাদ্যের আলোকে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরী, কৃষি কর্মকর্তা মাহফুজ আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুছ আলী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব হাসান, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, এলজিইডি প্রকৌশলী সুলতান মাহমুদ, জনস্বাস্থ্য কর্মকতা মিলন কুমারসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আব্বাস আলী/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।