বেনাপোলে টাকা ছিনতাইয়ের অভিযোগে যুবলীগ নেতা আটক


প্রকাশিত: ১২:০৫ পিএম, ২৪ নভেম্বর ২০১৫

যশোরের বেনাপোলে তিন লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে সোমবার রাতে যুবলীগ নেতা শাহাবুদ্দিন বাবুকে (৩৫) তার বাড়ি থেকে আটক করেছে পুলিশ। আটক যুবলীগ নেতা শাহাবুদ্দিন বাবু শার্শার লাউতাড়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।

শার্শা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন জাগো নিউজকে জানান, গত ১০ নভেম্বর দুপুরে বেনাপোল ইসলামী ব্যাংক থেকে ১০ লাখ টাকা তুলে ব্যবসায়ী আব্দুল আজিজ নাভারণে যাচ্ছিলেন। এসময় তিনটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত সাত ছিনতাইকারী শার্শার শ্যামলাগাছি ফাঁকা মাঠে অস্ত্র ঠেকিয়ে আজিজের কাছ থেকে একটি ব্যাগে থাকা নগদ তিন লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যান। এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা হয়। পরে তদন্ত করে টাকা ছিনতাইয়ের অভিযোগে যুবলীগ নেতা শাহাবুদ্দিন বাবুকে আটক করা হয়।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে ১৬৪ ধারায় শাহাবুদ্দিন বাবু টাকা ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। শাহাবুদ্দিন বাবুকে পুলিশে আটকের পর থেকে টাকা ছিনতাইয়ের সঙ্গে জড়িত লাউতাড়া গ্রামের যুবলীগ কর্মী বাবুর সহযোগী ইসলামের ছেলে ইসমাইল (৩৪), আহম্মদ মোড়লের ছেলে শামছুর (৩০), ফজলে গোলদারের ছেলে রফিকুল রফিক (৩৫), জাফর মোড়লের ছেলে আমজেদ (৩৩) ও শামছের আলীর ছেলে ফজের আলী (৩৪) এলাকা ছেড়ে পালিয়েছেন বলে এলাকাবাসী জানিয়েছেন।

মো. জামাল হোসেন/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।